আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে শীতের আগমন শুরু হওয়ায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আবারও উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘একটু উদ্দ্যোগ একটু চেষ্টা’’। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সংগঠনটির উদ্যোগে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মোট ২,০০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের জন্য এ মানবিক কাজের আয়োজন করেন সংগঠনটির পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন রনিক। শীতবস্ত্র পেয়ে খুশি অসংখ্য শ্রমজীবী, দিনমজুর, বৃদ্ধ ও নারীরা।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য উষ্ণতা এনে দেওয়াই তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তারা।
মানবিক এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হওয়ায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সংগঠনের পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন রনিক।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply