অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দূরত্ব বাড়ছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র। উপদেষ্টা পদ ছেড়ে আসিফ দলের কোন পদে আসবেন- এ নিয়েই মূলত টানাপড়েনের শুরু। দলীয় পদ নিশ্চিত করে সরকার থেকে পদত্যাগ করতে চান আসিফ মাহমুদ। অন্যদিকে এনসিপিও উপদেষ্টা আসিফের প্রত্যাশিত পদ দিতে রাজি নয়।
এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তিতে থাকা আসিফের অনুসারীরা চাইছেন আসিফকে যেন দলের ‘মুখ্য সমন্বয়কারী’ পদ দেয়া হয়। এ পদে এখন দায়িত্ব পালন করছেন পার্টির সাবেক আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। যিনি এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধানসহ স্ট্র্যাটেজিক লিডার হিসেবে কাজ করছেন। মুখ্য সমন্বয়কের পদ না পেয়ে আসিফ মাহমুদ সক্রিয় করেছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কমিটি। স্থগিত হওয়া এই কমিটিকে সক্রিয় করায় এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির মধ্যে অস্বস্তি রয়েছে। গুঞ্জন রয়েছে আসিফের ইশারায় গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ও গণ-অভ্যুত্থানে ৯ দফার ঘোষক আব্দুল কাদেরের নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশেরও। আসিফের অনুসারী আব্দুল কাদের বর্তমানে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির কোনো পদে নেই। সব মিলিয়ে দূরত্ব বাড়ছে অভ্যুত্থানের অন্যতম মুখ আসিফ ও এনসিপি’র মধ্যে। এনসিপিকে এতদিন বিভিন্নভাবে দিয়ে আসা সহায়তা আসিফ আগের মতো করছেন না বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। এনসিপি নেতাদের কেউ কেউ এ-ও বলছেন আসিফ অভ্যুত্থানের শক্তিগুলোর সঙ্গে ‘বিট্রে (বিশ্বাসঘাতকতা)’ করছেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply