আশিকুর রহমান রনি : পঞ্চগড় প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লা গুলিবিদ্ধ হওয়ার পৃথক দুটি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে পঞ্চগড় জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নেতাকর্মীরা সন্ত্রাস, সহিংসতা ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা নির্বাচনী মাঠে সহিংসতার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিরোধী দল ও ভিন্নমতাবলম্বী প্রার্থীদের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। নির্বাচনী পরিবেশকে ভয়ভীতি ও সন্ত্রাসমুক্ত রাখতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে নির্বাচনী প্রচারণাকালে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাও নির্বাচনী কর্মকাণ্ডের সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন।
বিক্ষোভ সমাবেশ থেকে গুলিবিদ্ধ দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply