কুড়িগ্রাম প্রতিনিধি
চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ-দুই মাদক কারবারি কে আটক করেছে।
জানাযায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)শত্তকত আলী সরকার এর নেতৃত্বে থানা পুলিশের মাদক উদ্ধারকারী একটি চৌকস টিম রবিবার ২৬ (অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর মৌজার তেলিটারী এলাকায় পাকা রাস্তার উপরে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে তিনটি পাটের বস্তায় মোড়ানো মোট ৭৫কেজি গাঁজা ও মাদক পরিবহনের সিএনজি সহ-০২মাদক কারবারি কে হাতেনাতে আটক করে।
আটককৃত মাদক কারবারিরা হলেন ফুলবাড়ী সদর ইউনিয়নের চিনা বাড়ি মৌজার বুদারবান্নি গ্রামের মৃত: রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮)ও নাওডাঙ্গা ইউনিয়নের খালিশা কোটাল এলাকার মৃত: শমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০)। অপর পলাতক আসামিরা হলেন নুর আলম (৩৫) পিতা,জোবেদ আলী সাং:খালিশা কোটাল নাও ডাঙ্গা, ফারুক ওরফে ডাক্তার ফারুক (৪৫) পিতা: আব্দুল লতিফ সাং: অনন্ত পুর, আমিনুল ইসলাম (৪০) পিতা: আশরাফ আলী সাং: অনন্তপুর, ওবায়দুল হক (৩৮) পিতা: সহিদুল ইসলাম সাং: অনন্তপুর, ফারুক (৩৫) পিতা: হামিদুর সাং: অনন্তপুর বড়াইতলা, এমদাদুল হক (৪০) পিতা:মোজাম আলী সাং:খালিশা কোটাল নাও ডাঙ্গা ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শত্তকত আলী সরকার জানান আটককৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে।পরে আটককৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, পলাতক মাদক কারবারিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply