রংপুর সংবাদদাতা
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভূটকা এলাকায় রাতের আধারে দুর্বৃত্তদের হামলায় আখেরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ভূটকা এলাকায় রাস্তায় চলাচলের সময় দুর্বৃত্তরা আখেরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে তাঁর মাথায় মারাত্মক আঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply