আশিকুর রহমান রনি : পঞ্চগড় প্রতিনিধি
রাষ্ট্রকাঠামো মেরামতের “৩১ দফা” রূপরেখার আলোকে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ (রবিবার) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের বড় পর্দায় প্রদর্শনী। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্যে তিনি দেশের তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই হবে একটি সমৃদ্ধ, ন্যায়নিষ্ঠ ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি।”
প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক শিক্ষার্থী দর্শক জানান, তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য তাদের অনুপ্রাণিত করেছে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply