ডেস্ক রিপোর্ট
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজের মেয়েকে হত্যা করার অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, মতিলাল দাশ নামে এক ব্যক্তি তাঁর মেয়ে পূর্ণিমা রানী দাশ (২৫)-কে হত্যা করেছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিতা মতিলাল দাশকে আটক করে। মেয়ের মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ণিমা রানী দাশকে দুইবার বিয়ে দেওয়া হয়েছিল। তবে কোনো বিয়েই টিকিয়ে রাখতে পারেননি তিনি। দুই সন্তানের জননী হওয়া সত্ত্বেও অন্য ছেলেদের সঙ্গে মোবাইলে কথা বলা ও দেখা করার বিষয়টি তার স্বামী মেনে নিতে পারেননি। তাই স্বামী পূর্ণিমাকে বাবার বাড়িতে রেখে যান।
বাড়িতে ফিরে এসেও পূর্ণিমা একই আচরণ চালিয়ে যান। কয়েকদিন আগে তিনি সন্তানদের রেখে এক যুবকের সঙ্গে ঢাকা পালিয়ে যান। পরবর্তীতে সেই যুবক কয়েকদিন পর তাঁকে আবার বাড়ি পাঠিয়ে দেয়।
এ ঘটনায় পিতা মতিলাল দাশ মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েন। তিনি একজন ধার্মিক ব্যক্তি, নিয়মিত গীতা পাঠ ও কীর্তন করতেন। মেয়ের এমন আচরণে পাড়া-প্রতিবেশীদের তিরস্কার ও অপমান সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply