আশিকুর রহমান রনি : পঞ্চগড় প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত তালিকায় পঞ্চগড় জেলার দুইটি সংসদীয় আসনের প্রার্থীর নামও অন্তর্ভুক্ত করা হয়।
পঞ্চগড়-১ আসনে (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত) বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে পঞ্চগড়-২ আসনে (দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ফরহাদ হোসেন আজাদ। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন । মনোনয়ন ঘোষণার পর হতে দুটি আসনের সকল স্তরের নেতাকর্মী ও জেলা বিএনপির নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply