আশিকুর রহমান রনি: পঞ্চগড় প্রতিনিধি
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোকনুজ্জামান জাপান, সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, পঞ্চগড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল, আনারুল ইসলাম আনোয়ার, দপ্তর সম্পাদক, জেলা ছাত্রদল, পঞ্চগড়। সভাটি সঞ্চালনা করেছেন পঞ্চগড় পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর ইসলাম ডাবলু।
সভায় বক্তারা বলেন ‘‘৭ নভেম্বর জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী ও জনতার সম্মিলিত অভ্যুত্থান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা এবং আইনের শাসন পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে।
তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও সাহসী সৈনিক। যিনি জাতীয়তাবাদী আদর্শের বীজ বপন করেছিলেন এবং জাতিকে অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধির দিকে পরিচালিত করেছিলেন।
বক্তারা আরও বলেন, আজ দেশের এই সংকটময় মুহূর্তে ৭ই নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আলোচনা সভায় ছাত্রদলের বিভিন্ন স্তরের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply