আশিকুর রহমান রনি, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ: ১৬৬০ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ০৮ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ০৪টা পর্যন্ত। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে শ্রমিক ইউনিয়ন পরিচালনা কমিটির বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝেও বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়।
দিনভর ভোট গ্রহন ও ভোট গননা শেষে বিভিন্ন পদের প্রার্থী গনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে বে-সরকারি ফলাফল প্রকাশ ও ঘোষণা করেন,
উক্ত অনুষ্ঠিত শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন এর নির্বাচন কমিশনার জনাব এ.টি.এম কামরুজ্জামান, এবং নির্বাচন পরিচালনা কমিটি-২০২৫ এর চেয়ারম্যান সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোহম্মদ তৌহিদুল ইসলাম । তাদের প্রকাশ করা বে-সরকারি ও সর্বশেষ চুড়ান্ত ফলাফল ঘোষনার মাধ্যমে জানা যায়, শ্রমিক ইউনিয়ন-১৬৬০ এর সদ্য সাবেক দুইবারের সফল নির্বাচিত সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির সাবেক প্রচার সম্পাদক, বর্তমান রাজশাহী ও রংপুর উত্তরবঙ্গের আঞ্চলিক কমিটির কার্যকরী সদস্য ”জনাব মোহাম্মদ বদরুল আলম (বদি) ৩য় বারের মত সভাপতি পদে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জুয়েল। এছাড়াও বিভিন্ন পদের প্রার্থী গনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে অন্যান্য পদে আরো যারা নির্বাচিত হয়েছেন ; সিনিয়র সহ-সভাপতি জনাব আফতাবুল আলম, সহ-সভাপতি জনাব দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হযরত আলী,
সাংগঠনিক সম্পাদক জনাব আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক জনাব মাসুদ রানা, দপ্তর সম্পাদক জনাব রাজু ইসলাম, সড়ক সম্পাদক জনাব রোকনুজ্জামান রোকন, সহ-সড়ক সম্পাদক জনাব গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক জনাব আব্দুস সালাম, সমাজ কল্যান সম্পাদক জনাব সাজু ইসলাম, কার্যনির্বাহী সদস্য-১ জনাব লুবাত জান্নাত লেলিন ও কার্যনির্বাহী সদস্য-২ জনাব মোহম্মদ জনি ইসলাম। এছাড়াও, সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব মোহম্মদ জীবন। পরিবহণ শ্রমিকের ভোটাররা মনে করেন তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে নবনির্বাচিত শ্রমিক নেতাদের সব সময় পাশে পাবেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply