আশিকুর রহমান রনি : পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় পৌরসভার ঐতিহ্যবাহী মসজিদপাড়া প্রিমিয়ার লীগ (এমপিএল) সিজন–৯ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেলে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ সফিকুল আলম, সাবেক সভাপতি, প্রেস ক্লাব, পঞ্চগড়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ রাহিমুল ইসলাম জসিম, স্বত্বাধিকারী ইয়াং মোবাইল গ্যালারী, পঞ্চগড়, মোঃ সাইফুল ইসলাম রতন, প্রতিষ্ঠাতা, এমপিএল।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ রাশেদুল আলী, সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড় সদর উপজেলা ছাত্রদল।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোঃ আশিকুর রহমান রনি, গণমাধ্যমকর্মী ও স্বত্বাধিকারী রনি কম্পিউটার, পঞ্চগড় ।
প্রতিযোগিতাটি পরিচালনা করছেন মসজিদপাড়া যুব সমাজের তরুণরা।
এবারের আসরটির সার্বিক পৃষ্ঠপোষকতা করছে দ্যা স্কাই।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে। স্থানীয় পর্যায়ে ক্রীড়া উন্নয়নে মসজিদপাড়া যুব সমাজের এ আয়োজন প্রশংসার দাবিদার।
উল্লেখ্য, মসজিদপাড়া প্রিমিয়ার লীগ দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের অন্যতম জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এবারের নবম আসরে মসজিদপাড়ার ৫টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি আরও জমজমাট হয়ে উঠবে বলে আয়োজকদের প্রত্যাশা।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply