আশিকুর রহমান রনি, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার চারমাইল এলাকায় মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মটর সাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চারমাইল এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে একটি সাইকেলের সংঘর্ষ হয়। এতে সাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা আলী আকবরের ছেলে মোঃ রাসেল (২৮)।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply