আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনের মহাসড়কে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা রিনা আক্তার (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের ব্যস্ততম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা আক্তারের স্বামী সাইফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী দেবীগঞ্জ হতে পঞ্চগড় বাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় সড়কের উপর একটি স্পিড ব্রেকারে ধাক্কা লেগে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান, রিনা আক্তার ছয় চাকার একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে মাথা থেকে তার শরীর বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। মূহুর্তেই শত শত স্থানীয় মানুষ মহাসড়কে নামেন এবং অবৈধ স্পিড ব্রেকার অপসারণ, বিজিবির অবৈধ স্থাপনা, সড়কে নজরদারি বাড়ানো ও নিরাপদ যাতায়াত নিশ্চিতের দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। এতে দীর্ঘ যানজট তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতাকে শান্ত করতে ব্যর্থ হয়। জনতার দাবি—দীর্ঘদিন ধরে সড়কজুড়ে অবৈধ স্পিড ব্রেকার থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এর আগেও এসব স্পিড ব্রেকারের কারণে ছোট-বড় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন, পাশাপাশি বিজিবির রাস্তা ঘেষা স্থাপনা অপসারণের জন্য তারা দাবী তোলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। তিনি জনতার মাঝে গিয়ে কথা বলেন এবং অবৈধ স্পিড ব্রেকারগুলো দ্রুত অপসারণসহ নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তার সরাসরি হস্তক্ষেপে জনতা ধীরে ধীরে শান্ত হন এবং সড়ক অবরোধ তুলে নেয়।
এ ঘটনায় স্থানীয়দের দাবি—সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী উদ্যোগ নিতে হবে, যাতে আর কোনো পরিবার সড়কে প্রাণ হারাতে না হয়।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply