আশিকুর রহমান রনি ; পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় পৌর যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরিফুল ইসলাম (ইরান) এবং সাধারণ সম্পাদক মো. রাজু করিম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: মো. উজ্জ্বল হক
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মামুন ইসলাম
সাংগঠনিক সম্পাদক: আব্দুল মোমিন
কেন্দ্রীয় যুবদল আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে পাঠানোর নির্দেশনা দিয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. আরিফুল ইসলাম (ইরান) বলেন—
“আমাকে যে আস্থার সঙ্গে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সে আস্থা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। পঞ্চগড় পৌর যুবদলকে সুসংগঠিত করা, তৃণমূল নেতাকর্মীদের অধিকার রক্ষা করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা আমাদের প্রধান লক্ষ্য। সকল নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রাজু করিম বলেন—
“এটি শুধু একটি পদ নয়—এটি আমার ওপর অর্পিত একটি দায়িত্ব ও বিশ্বাস। আমরা সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নতুন কর্মী তৈরি এবং পৌর যুবদলকে আরও গতিশীল করতে কাজ করব।”
নতুন নেতৃত্ব ঘোষণায় পঞ্চগড় পৌর যুবদলের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, এই কমিটি আগামী দিনে সংগঠনের কর্মকাণ্ডে নতুন গতি আনবে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply