আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি
গৌরব, ত্যাগ ও বীরত্বের স্মৃতি নিয়ে পঞ্চগড়ে আজ শনিবার (২৯ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পঞ্চগড় মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সকাল থেকেই জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
১৯৭১ সালের ২৯ নভেম্বর এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয় সীমান্তবর্তী পঞ্চগড় জেলা। নভেম্বরের শেষদিকে মুক্তিযোদ্ধাদের ধারাবাহিক গেরিলা অভিযান ও স্থানীয় মানুষের সহযোগিতায় পাকবাহিনী পিছু হটে। পরে বিজয়ী মুক্তিযোদ্ধারা পঞ্চগড় শহরে প্রবেশ করে বিজয় পতাকা উত্তোলন করেন। এর মধ্য দিয়েই পঞ্চগড় আনুষ্ঠানিকভাবে মুক্ত জেলা হিসেবে স্বীকৃতি পায়।
আলোচনা সভায় জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, পঞ্চগড়ের মুক্তি ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বের জন্যই এ জেলা আগেভাগেই শত্রুমুক্ত হতে পেরেছিল। যুবসমাজকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানাতে ও চেতনায় আলোকিত করার ওপর জোর দেন তিনিসহ অন্যান্য বক্তারা।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গসহ নানা শ্রেণিপেশার মানুষ।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply