ফারুক আহমেদ, বগুড়া
বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে জায়গা–জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও একজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়েই বিরোধ চলছিল। তারই জেরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে মারামারি বাধে। ওই এলাকার মৃত সাজুর ছেলে ভুট্টো (৫০), ঘটনাস্থলেই মারা যান। অপর পক্ষের আবু সাঈদের ছেলে স্বাধীন (১৮), মারাত্মক জখম হন। পড়ে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম। তিনি বলেন, “জায়গা–জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply