তারেক রহমান: বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৮০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, বগুড়া। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সবুজ মিয়া (৩৮)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্তু ইউনিয়নের আকিরা পতেপুর এলাকার বাসিন্দা।
ডিএনসি বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দে দুপুর ১২:৩০ ঘটিকা থেকে ২:১০ ঘটিকা পর্যন্ত শাজাহানপুর থানাধীন বি-ব্লক রহিমাবাদ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে মা-বাবার দোয়া স্টোরের বিপরীত দিকের পাকা রাস্তায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন সময় বাসের যাত্রী মো. সবুজ মিয়ার দেহ তল্লাশি করা হলে তাঁর পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৩৮০ (তিনশত আশি) পিস কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ছিল ৩৮ গ্রাম। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি নোকিয়া-১০৫ বাটন ফোন (সিমসহ) জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. সবুজ মিয়ার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে কঠোরভাবে অব্যাহত থাকবে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply