ফারুক আহমেদ : বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, বগুড়া। গ্রেফতারের সময় তারা স্বামী-স্ত্রী পরিচয়ে মাদক পাচার করার চেষ্টা করছিলেন বলে জানা যায়।
গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাটের মো. বকুল হোসেন (৫২) এবং দিনাজপুরের মোছাঃ লাকি বেগম (৪০)। তাদের কাছ থেকে ৬,০০০ (ছয় হাজার) পিস অ্যাফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ৬০০ গ্রাম, এবং মাদক বিক্রির নগদ ৯৫,০০০/- (পঁচানব্বই হাজার) টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএনসি বগুড়ার একটি দল গত মঙ্গলবার (২৬ নভেম্বর, ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে পৌনে ৭টা পর্যন্ত শাহজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকাস্থ ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী নামীয় (ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৬০) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের G-3 ও G-4 সিটে টিকিটবিহীন যাত্রী হিসেবে বসা বকুল হোসেন ও লাকি বেগমকে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া, মাদক পাচারের কাজে ব্যবহৃত বকুল হোসেনের দুটি বাটন ফোন (SYMPHONY L-255 ও GDL) এবং লাকি বেগমের একটি অ্যান্ড্রয়েড ফোন (INFINIX HOT 40I) সিমসহ জব্দ করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। তাদের মাদক ব্যবসার উৎসের সন্ধানে তদন্ত চলছে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply