ফারুক আহমেদ; বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলী থানার একটি অপহরণ মামলার ভিকটিমকে দীর্ঘ এক মাস পর নোয়াখালী জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব জেদান আল মুসা পিপিএম স্যারের বিশেষ দিকনির্দেশনায় গাবতলী মডেল থানা পুলিশ এই সফল অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর, ২০২৫ তারিখে গাবতলী থানায় (মামলা নং-১৪) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। অপহরণের পর ভিকটিমকে নোয়াখালী জেলায় লুকিয়ে রাখা হয়েছিল।
দীর্ঘ অনুসন্ধানের পর, গত ২০ নভেম্বর, ২০২৫ তারিখে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকেই দু’জন অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন:
১. সাদিক (২০), পিতা: মোঃ হেলাল উদ্দিন।২. মো: হেলাল উদ্দিন (৪৩), পিতা: মন্টু মিয়া।
তাদের উভয়ের বাড়ি বগুড়া জেলার গাবতলী থানার তেলকুপি মধ্যপাড়া গ্রামে।
গ্রেফতারের পর আসামিদের গাবতলী থানায় নিয়ে আসা হয়। তাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে, উদ্ধার হওয়া ভিকটিমকে নারী পুলিশ সদস্যের সহায়তায় সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়েছে।
গাবতলী মডেল থানা পুলিশ স্থানীয় বাসিন্দাদের অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply