আশিকুর রহমান রনি: পঞ্চগড় প্রতিনিধি
মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকাল ৩টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ উচ্চতায় নির্মিত ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উড্ডয়ন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের উত্তর সীমান্তে এই অনন্য স্থাপনাটি যুক্ত হলো নতুন এক গৌরবের অধ্যায়ে। বাংলাদেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধনের পূর্বে বাংলাবান্ধা কাস্টমস অফিসের সামনে থেকে ফ্ল্যাগ স্ট্যান্ড পর্যন্ত এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ নাগরিক।
বাংলাবান্ধায় এই ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণের মাধ্যমে দেশের সর্বউত্তরের শেষ প্রান্তে জাতীয় পতাকার মর্যাদা নতুন উচ্চতায় পৌঁছেছে বলে বক্তারা জানান।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply