রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে নাককাটি বিল এলাকায় কৃষিজমির অমূল্য টপসয়েল অবৈধভাবে কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞার নেতৃত্বে পরিচালিত অভিযানে দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— সিরাজুল ইসলাম, তারিকুল ইসলাম, শিপন, আলামীন হোসেন ও আরিফুল ইসলাম।
মোবাইল কোর্টে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে একই আইনের ১৫(১) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে প্রশাসনকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। কিছু অসাধু ব্যক্তি অবৈধ মাটি কাটার কার্যক্রম আড়াল করার চেষ্টা করেন এবং স্থানীয়ভাবে চাপ সৃষ্টির উদ্যোগ নেন। তবে প্রশাসনের কঠোর অবস্থান এবং বাগমারা থানা পুলিশের সহযোগিতায় সফলভাবে অভিযান সম্পন্ন করা হয়।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাগমারা থানা পুলিশ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বলেন,
“কৃষিজমির টপসয়েল নষ্ট হলে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের এ কার্যকর উদ্যোগে স্থানীয় কৃষক ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply