1. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
পঞ্চগড়ে এতিমদের নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পঞ্চগড় পৌর যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচার, ৬ হাজার পিসসহ নারী-পুরুষ আটক পঞ্চগড় মুক্ত দিবস পালিত : ইতিহাসের গৌরবময় দিন স্মরণে নানা আয়োজন পঞ্চগড়ে পৌর যুবদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে নির্যাতনে শিশুর মৃত্যু, সৎ বাবা গ্রেফতার বাঘায় স্ত্রী হত্যা মামলার আসামী সুরুজ সহ গ্রেফতার-৬! বগুড়ার গাবতলী অপহরণ মামলার ভিকটিম এক মাস পর নোয়াখালী থেকে উদ্ধার, আটক ২ রংপুরে হানি ট্রাপের ফাঁদ: নারীসহ তিনজন গ্রেপ্তার

বাঘায় স্ত্রী হত্যা মামলার আসামী সুরুজ সহ গ্রেফতার-৬!

  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৭ টাইম ভিউ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘায় স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার আসামি সুরুজ আলী সহ বিভিন্ন মামলায় ৬ জন গ্রেফতার হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) রাত্রি ১২ টা ১০ মিনিটে দিকে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২ (লালডেগ) এলাকায় অভিযান চালিয়ে স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের এজাহারনামীয় প্রধান আসামী ঘাতক স্বামী মোঃ সুরুজ (৩২) কে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত সুরুজ আলী বাঘা পৌরসভার চক নারায়ণপুর গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১০ বছর পূর্বে ভিকটিম অনন্যা খাতুন মুন্নি (২৫) এর সহিত সূত্রোক্ত মামলার এজাহারনামীয় ১নং আসামী
মোঃ সুরুজ (৩২) এর বিবাহ বন্ধন হয় এবং তাদের ০২ টি সন্তান রয়েছে। বিবাহের পর ভিকটিমের শশুর-শাশুড়ী তাকে প্রায়শই গালিগালাজ ও অপমান করতো। এছাড়া তাদের প্ররোচনাতেই সুরুজ ভিকটিম এর নিকট হঠাৎ ২,৫০,০০০/-টাকা যৌতুক দাবি করে।ভিকটিমের পরিবার তার সংসারে সুখের কথা বিবেচনা করে গত ২০১৮ সালের মে মাসে ১,০০,০০০/- টাকা যৌতুক প্রদান করে। এর পরেও ভিকটিমের
স্বামী সুরুজ তার পরিবারের সদস্যদের প্ররোচনায় ভিকটিমকে আরও ১,৫০,০০০/-টাকা যৌতুক দাবি করে। ভিকটিম যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে সুরুজ বিভিন্ন সময়ে মারপিট এবং শারীরিক নির্যাতন ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ৩১/১০/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান-০৬.১৬ ঘটিকার সময় ২নং বিবাদীর প্ররোচনায় ১নং বিবাদী ভিকটিমকে উক্ত ১,৫০,০০০/- টাকা যৌতুকের জন্য তুমুল ঝগড়া ও চড়-থাপ্পড় মারে। একই তারিখ ঘটনাস্থল বাঘা থানাধীন চক নারায়ণপুর
গ্রামস্থ সুরুজের শয়ন কক্ষে ভিকটিম শুয়ে পড়লে সুরুজ আবারও ঝগড়া শুরু করে। ইং- ০১/১১/২০২৫ তারিখ ভোর-০৪.০০ ঘটিকায়
সুরুজ যৌতুকের টাকার জন্য ভিকটিম এর উপর রাগ করে বাড়ির উঠানে নিয়ে পুড়িয়ে মারার উদ্দেশ্যে ডিজেল ঢেলে গায়ে আগুন জ্বালিয়ে দেয়। ভিকটিম এর ডাক-চিৎকারে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে ০১/১১/২০২৫ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় ভর্তি করে এবং একই তারিখ বিকাল-০৫.৪০ ঘটিকায় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে ।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, এই নারকীয় হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন। এই নারকীয় হত্যাকান্ডের সঠিক তথ্য উদঘাটন ও হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর ও র‍্যাব-৪, সিপিসি-১, মিরপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে নারকীয় হত্যাকান্ডের অন্যতম মূলহোতা এজাহারনামীয় ১নং আসামী মোঃ সুরুজ (৩২)কে ইং ২১ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০০.১০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২
(লালডেগ) নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে বাঘা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই দিনে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ইং-২১/১১/২৫ তারিখের নিয়মিত অভিযানে সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ১। মোঃ জাফর আলী সরকার, পিতা- মোঃ আঃ সামাদ সরকার, সাং-চক ছাতারী, ০২টি সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী ২। মোঃ কহিনুর রহমান, পিতা- মোঃ আঃ সামাদ, চক ছাতারী, এনজিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী ৩। মোছাঃ তানজিলা আক্তার (৩০), পিতা- মোঃ জাকিরুল রহমান জাকাত, সাং-মনিগ্রাম, জিআর ওয়ারেন্টভুক্ত আসামী ৪। মোঃ আঃ হান্নান পিতা-মৃত ওসমান মোল্ল্যা, সাং-চাঁদপুর, আসামী ৫। মোঃ আশিক হোসেন ওরফে রকি, পিতা-মোঃ দুলাল হোসেন, সাং-তেথুলিয়া (হরিনা ফতিয়ারদার) গণকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদের ২২ নভেম্বর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal