উ:দি: ডেস্ক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্বীকার করেছেন, দলের কর্মকাণ্ডে বা সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে তার দায় এড়ানোর সুযোগ নেই। তিনি বলেছেন, ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত জামায়াতের কারণে কেউ আহত বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, তাদের কাছে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও বক্তব্য রাখেন।
ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তি যেমন ভুল করতে পারে, তেমনি একটি সংগঠনেরও ভুল হতে পারে। কোনটা সঠিক, কোনটা ভুল—এটা সময় ও ইতিহাসই একদিন বিচার করবে। আজ যেটাকে ভুল বলা হচ্ছে, ভবিষ্যতে সেটিই হয়তো সঠিক বলে প্রমাণিত হতে পারে।
তার ভাষায়, “আমরা একটি আদর্শভিত্তিক দল। আমাদের কাজ বা সিদ্ধান্তের কারণে যদি কারও ক্ষতি হয়ে থাকে, তাদের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাই। ক্ষমা চাওয়ায় কোনো দুর্বলতা নেই, বরং এটি মানবিকতা ও দায়িত্ববোধের প্রকাশ।”
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply