রংপুর সংবাদদাতা
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জায়গা–জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের এজাহারনামীয় এক পলাতক আসামিকে ঢাকার কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রে পরিচালিত এলিট ফোর্সটি হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে র্যাব মাঠে নামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রংপুরের তারাগঞ্জ উপজেলার কিসামত মেনানগর গ্রামের বাসিন্দা খালেকুজ্জামান (৪০) ও আসামিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি–জমা সংক্রান্ত বিরোধ চলছিল। গত ৩১ অক্টোবর সকালে ভিকটিমের দাদির কবরের মাটি সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা লাঠি ও লোহার রড দিয়ে খালেকুজ্জামানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে নেওয়া হয়। পরে ১ নভেম্বর সকাল ৭টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই তারাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন—মামলা নং ০১, জিআর নং ১৩৫/২০২৫; ধারা: ১৪৩/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪/৩০২ পেনাল কোড–১৮৬০।
ঘটনার পর আসামিরা পলাতক থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। র্যাব–১৩ ও র্যাব–১০ যৌথভাবে গোয়েন্দা নজরদারি শুরু করে।
রংপুর প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে ৬ ডিসেম্বর দুপুর ১টায় র্যাব–১৩, সদর কোম্পানি, রংপুর এবং র্যাব–১০, সিপিএসসি কেরাণীগঞ্জ ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি লেবু মিয়া (৪০)–কে কেরাণীগঞ্জ মডেল থানার কোনাখোলা এলাকার একটি নার্সারি থেকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সহিংস ঘটনার প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বাহিনীটি।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply