ডেস্ট রিপোর্ট
মঙ্গলবার সকাল ১১ টায় তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা দুর্নীতি প্রতিরোধে নৈতিক শিক্ষার প্রসার, আইনের কঠোর প্রয়োগ এবং তরুণদের সচেতনতার ওপর জোর দেন।
বক্তারা বলেন, দুর্নীতি এখন আর শুধু অভাবের কারণে ঘটে না। দৃশ্যমান শাস্তির অভাব, ব্যক্তিগত লোভ-লালসা এবং রাজনৈতিক সদিচ্ছার সংকটই দুর্নীতিকে টিকিয়ে রাখছে। তাই পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠনে তরুণ প্রজন্মকেই সামনে থেকে নেতৃত্ব নিতে হবে।
অনুষ্ঠানে সনাক সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেফ উদ্দিন, তিস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাফিয়া আক্তার জাহান, তিস্তা একটিভ সিটিজেন্স গ্রুপের সদস্য মোঃ আরিফুর রহমান ও শাহনাজ পারভীন এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম বক্তব্য দেন। ইয়েস, এসিজি এবং তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply