বগুড়া প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সভাস্থলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে আদালতপাড়া এলাকায় শেষ হয়।
প্রসঙ্গত, বিকেল আনুমানিক ৪ টার দিকে বগুড়া শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সমন্বয় সভা চলাকালীন সময়েই জেলা পরিষদ চত্বরে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপরটি নিষ্ক্রিয় অবস্থায় উদ্ধার করে পুলিশ। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে সোয়া চারটার দিকে সভা শেষ করে সারজিস আলম বগুড়া ত্যাগ করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিরাপত্তার স্বার্থে সারজিস আলমকে জেলা পরিষদ ভবনের ভেতরে রাখা হয়।”
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply