সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পৌর এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি গরুবোঝাই গাড়ির ধাক্কায় রবিউল ইসলামের ছেলে বাক প্রতিবন্ধী হাফিজুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে [আজ ২১ অক্টোবর আনুমানিক সময় বেলা ১২:৩০ টায় ]
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত হাফিজুল ইসলাম তাড়াশ দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা। ঘটনার সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন,এমন সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গরুবোঝাই নছিমন গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় হাফিজুল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক গাড়ি এবং এর চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোই এই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় তাড়াশ থানা পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। এলাকাবাসী সড়কে দ্রুত গতির যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply