ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় ৪নং লেহেম্বা ইউনিয়নের গরিব-অসহায় পরিবারের মাঝে ৩৭টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উমরাডাঈী বাজারে আনুষ্ঠানিকভাবে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
জানা গেছে, রাণীশংকৈল উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল ও আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করছে এক সৌদি সংস্থা। এ সংস্থার ব্যবস্থাপনায় আজকের এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লেহেম্বা বিএনপির সাধারণ সম্পাদক,মোরসালিন ৮নং ইউপি সদস্য, মোস্তা, পৌর সাংগনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার, পৌর যুবদলের ২নং মাহবুব,কৃষকদলের সভাপতি কশিম আলী,লেহেম্বা ছাএদলে সভাপতি প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্য প্রত্যন্ত গ্রামে অসহায় মানুষের নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে এ সৌদি সংস্থা। তাদের এ কাজগুলো জনকল্যাণমুখী ও প্রশংসনীয়। আগামীতে তাদের এ সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সংস্থা কর্মকর্তা হাফেজ আনিসুর জানান, তাদের এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। উপকারভোগীরা টিউবওয়েল পেয়ে হাফেজ আনিসুর রহমান ও সৌদি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply