সোহরাব হোসেন :ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার মিরডাংগী বাজার মহেশপুর কবরস্থানের সামনে, ট্রাক ও অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষে। সেন্টু (৩৫) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। এতে তিনি দুই পা হারান। আহত সেন্টুর বাড়ি হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও বরুয়াল গ্রামে।
আজ রবিবার ২৬ অক্টোবর দুপুরে রানীশংকৈল নেকমরদ সড়কে এ ঘটনা ঘটে ,বাকি তিনজন হলেন, গরুয়াল, গ্রাম হরিপুর, আব্দুল গফুর, গ্রাম গাজীরহাট, আব্দুল আউয়াল, মুসলিম উদ্দিন,পশ্চিমবনগাঁও, বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর অথবা ঢাকায় রেফার করার পরামর্শ দেন। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কর্তৃপক্ষ।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply