আশিকুর রহমান রনি :পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় প্রতিনিধি:
দেশের সকল সরকারি স্কুলে ভর্তি কার্যক্রমে লটারি পদ্ধতি বাতিল করে পূর্বের মতো ভর্তি পরীক্ষা পদ্ধতি পুনর্বহালের দাবিতে পঞ্চগড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, লটারি পদ্ধতিতে ভর্তি ব্যবস্থা চালু থাকায় মেধাবী শিক্ষার্থীদের পরিশ্রম ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব নষ্ট হচ্ছে। তারা অবিলম্বে ভর্তি পরীক্ষার পুরনো পদ্ধতি পুনর্বহালের দাবি জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা শিক্ষার্থী ও অভিভাবকগণ দাবি জানান—ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন করতে হবে, যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম যোগ্যতার ভিত্তিতে শিক্ষার সুযোগ পায়।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দের আয়োজনে এই কর্মসূচী পালিত হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply