মাগুড়া প্রতিনিধি
মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী পাঁচ দিনব্যাপী কাত্যায়নী উৎসব। সোমবার (২৭ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। উৎসবকে ঘিরে পুরো শহরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দুর্গাপূজার এক মাস পর দুর্গা প্রতিমার আদলে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। এটি মাগুরার হিন্দু সম্প্রদায়ের একটি শতবর্ষী ঐতিহ্য।
এবারের কাত্যায়নী উৎসবের মূল আকর্ষণ শহরের নতুন বাজার সেতুর ওপর নির্মিত প্রায় ৯০ ফুট উচ্চতার বর্ণিল তোরণ। এটি তৈরি করেছে নিজনান্দুয়ালী এলাকার নিতাই গৌর গোপাল সেবাশ্রম পূজা উদ্যাপন কমিটি। প্রায় ৩০ জন শ্রমিক তিন সপ্তাহ পরিশ্রম করে সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে তোরণটি নির্মাণ করেছেন।
প্রতিবছর কাত্যায়নী উৎসব উপলক্ষে মাগুরায় লাখো মানুষের সমাগম ঘটে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব এখন মাগুরাবাসীর গর্ব ও ঐতিহ্যে পরিণত হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply