রংপুর জেলা সংবাদদাতা
রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জেলা ডিবি সূত্রে জানা যায়, আজ শনিবার (১ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ গংগাচড়া উপজেলার ৫নং লক্ষীটারী ইউনিয়নের বালারঘাট বাজার থেকে গংগাচড়া বাজারগামী পাকা সড়কে যানবাহন তল্লাশি চালান। এ সময় কালীগঞ্জের দিক থেকে আসা একটি অটোবাইক থামানোর পর এক যাত্রী ট্রাভেল ব্যাগ হাতে দ্রুত নেমে খাড়ারভাজ ব্রিজের দিকে পালানোর চেষ্টা করে।
পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো একটি পোটলায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সিরাজুল ইসলাম (৪০)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার দেউলি ডাকঘরের অন্তর্গত সোনারপাড়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।
আটককৃত ও উদ্ধারকৃত গাঁজাসহ তাকে থানায় হস্তান্তর করে এসআই ভূষণ চন্দ্র বর্মন গংগাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply