ফারুক আহমেদ; বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়কের পাশ থেকে গলাকাটা অবস্থায় মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত মোফাজ্জল হোসেন মোফা শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালাতেন।
আজ বুধবার ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে সুলতানগঞ্জ মহাসড়ক থেকে প্রায় ৫০ গজ উত্তর দিকে একটি পুরনো রাস্তার ধারে টুতবাগান সংলগ্ন ইটের প্রাচীরের পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিহতের পরিবার জানায়, মোফা গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাঁর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করেন।
স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে শাজাহানপুর থানার কৈগাড়ী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং গলার অংশ অর্ধ-কাটা। এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “নিহতের পরিচয় নিশ্চিত করা গেছে। মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। একইসঙ্গে আমরা পরিবারের সঙ্গেও কথা বলেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার আসল কারণ স্পষ্ট হবে।
দিনের শুরুতেই ব্যস্ত সড়কের পাশে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সামান্য দূরত্বে ব্যস্ত সড়ক থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় এলাকার জননিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply