ফারুক আহমেদ: বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী–সুলতানগঞ্জ মহাসড়কের পাশ থেকে গলাকাটা অবস্থায় মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে মৃত বাদশা চেয়ারম্যানের বাড়ির সামনে সুলতানগঞ্জ হাইস্কুলের পুরনো রাস্তার ধারে টুতবাগান সংলগ্ন ইটের প্রাচীরের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত মোফাজ্জল হোসেন মোফা বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পরদিন বৃহস্পতিবার রাতে শাজাহানপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র যৌথ অভিযানে বগুড়ার ধুনট উপজেলা থেকে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে হত্যায় ব্যবহৃত ধারালো চাকু এবং নিহতের ইজিবাইকও উদ্ধার করেছে পুলিশ।
তবে মামলার স্বার্থে তদন্ত অগ্রগতি ও গ্রেফতারদের পরিচয় বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পুলিশ। তারা জানিয়েছে, বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply