আশিকুর রহমান রনি :পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটিতে বাংলাভিশন ও দৈনিক কালবেলা-এর জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সভাপতি এবং নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন-এর জেলা প্রতিনিধি সরকার হায়দার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় সদস্যরা নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।
পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটি নিম্নরুপ—
১. সভাপতি: মো. মোশাররফ হোসেন (বাংলাভিশন ও কালবেলা)
২. সহ-সভাপতি: সফিকুল আলম (ইন্ডিপেন্ডেন্ট টিভি ও সমকাল)
৩. সহ-সভাপতি: শামসুদ্দিন কালাম চৌধুরী (দৈনিক করতোয়া)
৪. সহ-সভাপতি: সাইদুজ্জামান রেজা (নাগরিক টিভি)
৫. সাধারণ সম্পাদক: সরকার হায়দার (নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন)
৬. যুগ্ম সম্পাদক: লুৎফর রহমান (এখন টিভি ও কালের কণ্ঠ)
৭. সাংগঠনিক সম্পাদক: ইনসান সাগরেদ (বিজয় টিভি)
৮. কোষাধ্যক্ষ: ইকবাল বাহার (দৈনিক আমার বা)
৯. দপ্তর সম্পাদক: বদদুরুদোজা প্রধান বাঁধন (দৈনিক লোকায়ন)
১০. সাহিত্য, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: আবু নাঈম (বাসস ও রাইজিংবিডি)
১১. ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শেখ সম্রাট হোসাইন (দৈনিক ইনকিলাব)
১২. সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক: আবু সালেহ মো. রায়হান (ডিবিসি ও প্রতিদিনের বাংলাদেশ)
১৩. পরিবেশ ও পর্যটন সম্পাদক: সাবিবুর রহমান সাবিব (দৈনিক মানবজমিন)
১৪. কার্যকরী সদস্য: আব্দুল্লাহ আল মামুন রনিক (আলোকিত উত্তর)
১৫. কার্যকরী সদস্য: রফিকুল ইসলাম (৭১ টিভি)
নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন বলেন, “পঞ্চগড়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সাংবাদিকতার নৈতিকতা ও সত্যনিষ্ঠা বজায় রেখেই আমরা এগিয়ে যেতে চাই।”
সাধারণ সম্পাদক সরকার হায়দার বলেন, “নতুন কমিটি সাংবাদিকদের সংগঠন হিসেবে প্রেসক্লাবকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করতে ভূমিকা রাখবে।”
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply