ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। (১২ নভেম্বর) রাতে উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নের সিদলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায় (৫৩) ও একই গ্রামের জয় প্রকাশ রায় (৩৫)। বিশ্বনাথ রায়ের পিতা মৃত নলিনী কান্ত রায় এবং জয় প্রকাশ রায়ের পিতা মৃত পুলিন চন্দ্র রায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক বলেন, “সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শান্তিশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চলছে। এর অংশ হিসেবেই দুজনকে আটক করা হয়েছে।”
পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply