আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে আধুনিকমানের নতুন ফুড কর্নার হিসেবে আত্মপ্রকাশ করল দ্য স্কাই চাইনিজ অ্যান্ড সি ফুড রেস্টুরেন্ট। শহরের মকবুলার রহমান সরকারি কলেজ মোড় এলাকায়, দেশ ক্লিনিকের ঠিক বিপরীতে অবস্থিত রেস্টুরেন্টটি সোমবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মো. জাহাঙ্গীর আলম। ফিতা কেটে তিনি রেস্টুরেন্টটির যাত্রা শুরু ঘোষণা করেন। এসময় তিনি বলেন, “পঞ্চগড়ে মানসম্মত খাবারের চাহিদা বাড়ছে। তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, এখানে চাইনিজসহ আধুনিক সি-ফুড আইটেমগুলোর পাশাপাশি থাকবে পরিবারবান্ধব পরিবেশ ও মানসম্মত সার্ভিস। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পঞ্চগড়ের সর্বাধুনিক এই চাইনিজ ও সি ফুড রেস্টুরেন্ট ‘দ্য স্কাই’।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply