আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নসহ দীর্ঘদিনের বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা প্রতিদিন প্রত্যক্ষভাবে রোগীর সঙ্গে কাজ করেন। রোগ নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ, ল্যাব পরীক্ষণ, রিপোর্ট প্রস্তুত, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই পরিচালনা, ওষুধ সংরক্ষণ ও সরবরাহসহ গুরুত্বপূর্ণ প্রতিটি ধাপে তারা নিরলসভাবে কাজ করে থাকেন।তবুও দীর্ঘদিন ধরে তাদের বেতন গ্রেড, পদোন্নতি ও সুবিধায় বৈষম্যের শিকার হতে হচ্ছে। বক্তারা বলেন, একই দক্ষতা ও দায়িত্ব পালনে নিয়োজিত অন্যান্য পেশাজীবীরা যেখানে ১০ম গ্রেড পেয়েছেন, সেখানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজও সেই অধিকার থেকে বঞ্চিত। দ্রুত তাদের দাবি পূরণ না হলে সারাদেশে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন;
বি কে দাস (ফার্মাসিস্ট),
লাভলী খাতুন (মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব),অজয় কুমার সরকার (মেডিকেল টেকনোলজিস্ট – রেডিওলজি এন্ড ইমেজিং),আব্দুল্লাহ আল মামুন (মেডিকেল টেকনোলজিস্ট – ডেন্টাল),রবিউল ইসলাম (মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি এন্ড ইমেজিং),লতিফ হাসান (ফার্মাসিস্ট),আতিকুর রহমান (ফার্মাসিস্ট), মাফিয়া ফেরদৌসী (মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব),সুসনজিত কুমার (মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব),এছাড়া বিভিন্ন বিভাগের আরও অসংখ্য টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, স্টাফ ও কর্মকর্তা মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, হাসপাতালের প্রতিটি বিভাগে রোগ নির্ণয় ও চিকিৎসা সঠিকভাবে সম্পন্ন করতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা প্রতিদিন অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন। তাদের দক্ষতা, ঝুঁকি ও কাজের চাপ বিবেচনা করলে ১০ম গ্রেড বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
তারা আরও বলেন, ন্যায্য অধিকার বাস্তবায়ন হলে স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে এবং কর্মপরিবেশে নতুন উদ্যম সৃষ্টি হবে।
কর্মসূচির শেষে পেশাজীবীরা বলেন; স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবি দ্রুত পূরণ করা জরুরি। সরকার সঠিক সিদ্ধান্ত নেবে এটাই আমাদের প্রত্যাশা।
আয়োজনে সহায়তা করেন;টিম রনভেরি, তারুণ্য শক্তি ফার্মাসিস্ট পরিচর্যা,
বাংলাদেশ ডি.জি.এফ.পি মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply