রংপুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চোর সন্দেহে এক ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি হাফিজুর রহমান (৫৫) –কে রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব–১৩ এবং র্যাব–৪–এর একটি যৌথ দল গত ৭ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সোহেল রানা (২৮) পেশায় একজন ট্রাক্টরচালক। গত ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে তাঁকে মোটরসাইকেল চুরির সন্দেহ দেখিয়ে হাফিজুর রহমান ও তাঁর সহযোগীরা জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে অজ্ঞাত একটি চায়ের দোকানের সামনে তাঁকে আটক রেখে হাত–পা বেঁধে লাঠিপেটা করা হয়। অভিযোগ রয়েছে, তাঁকে হাঁটুর নিচে বৈদ্যুতিক শকও দেওয়া হয়।
মারধরের পর সোহেলকে মুক্তিপণ হিসেবে ১০০ টাকার তিনটি সাদা নন–জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে আসামিরা। গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে ২৯ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে সোহেল নিজ বাড়িতে মারা যান।
ঘটনার পর সোহেলের বাবা মিঠাপুকুর থানায় ৩০ অক্টোবর একটি হত্যা মামলা করেন। মামলাটি ধারা ৩৬৪/৩৮৭/৩০২/৩৪ –এ দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। পরে পল্লবীর মাটিকাটা রোড এলাকায় সিরাজ আমেনা অটোমোবাইল সলিউশন –এর সামনে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply