আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় পৌরসভার মিলগেট ইসলামপুর এলাকায় পরকীয়া প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় তার বাড়িতেই অবস্থান নিয়ে বসেছেন দুই সন্তানের জননী জুলেখা বেগম (জুলি)। সোমবার সকাল থেকে তিনি প্রেমিক রেজাউল করিম ওরফে বাবুর বাড়িতে অবস্থান নিলে বাবু সেখান থেকে পালিয়ে যায়। বিয়ে না হওয়া পর্যন্ত বাড়ি ছাড়বেন না—এমন ঘোষণা দিয়েছেন জুলেখা।
ঘটনাটি মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রেমিকের বাড়িতে জুলেখার অবস্থান দেখতে সকাল থেকেই শত শত মানুষের ভিড়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জুলেখা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলগেট এলাকার ট্রাকচালক স্বপন আলীর স্ত্রী জুলেখার সঙ্গে ২০২১ সালে স্থানীয় এক কাপড়ের দোকানের কর্মচারী রেজাউল করিম বাবুর প্রেমের সম্পর্ক তৈরি হয়। অভিযোগ রয়েছে, সম্পর্কের শুরুর দিকে বাবু গোপনে জুলেখার গোসলের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। বাধ্য হয়ে জুলেখা প্রেমের সম্পর্ক বজায় রাখেন এবং পরবর্তীতে শারীরিক সম্পর্কেও জড়াতে বাধ্য হন। এসময় বাবু একাধিকবার আপত্তিকর ভিডিও ধারণ করে এবং বিভিন্ন সময় এনজিও থেকে কয়েক লাখ টাকা তুলে তাকে দিতে চাপ প্রয়োগ করে।
এক বছর ধরে চলা এ সম্পর্কের বিষয়টি শেষ পর্যন্ত জুলেখার স্বামী স্বপন ও স্থানীয়দের নজরে আসে। এতে সংসারে অশান্তি দেখা দিলে সোমবার সকালে জুলেখা সরাসরি বাবুর বাড়িতে গিয়ে ওঠেন। কিন্তু তিনি ঢুকতেই বাবু পালিয়ে যায়।
এদিকে বাবুর স্ত্রী শাহনাজ পারভিন জুলেখাকে ঘর থেকে বের করে দিতে চাইলে জুলেখা স্পষ্ট জানিয়ে দেন—“আমার স্বামী আমাকে আর গ্রহণ করবে না। বাবু বিয়ে না করলে এখানেই আত্মহত্যা করবো।”
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা পরকীয়া প্রেমিক বাবুর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply