আশিকুর রহমান রনি: পঞ্চগড় প্রতিনিধি
দেশের জীববৈচিত্র্য ও স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণের স্বার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে পঞ্চগড়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও বিপুল পরিমাণ মাছ জব্দ করেছে প্রশাসন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খুনিয়াপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার ২নং হাফিজাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খুনিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়ির ভেতরের পুকুরে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মোহন মিনজি ও সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়।
এসময় পঞ্চগড় সদর থানার এস আই আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের সহায়তা করে।
অভিযানকালে পুকুর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। বাংলাদেশে ২০১৪ সালেই রাক্ষুসে প্রকৃতির এই মাছের আমদানি, উৎপাদন ও বিপণনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কারণ, গবেষণায় দেখা যায় এই মাছ চাষের ফলে দেশীয় প্রজাতির ও প্রাকৃতিক উপায়ে উৎপন্ন মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যায় এবং দেশীয় মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়ে।
অনুসন্ধানে জানা যায়, নিষিদ্ধ এই মাছ চাষের পেছনে এলাকার কিছু অসাধু ও দুষ্কৃতকারী ব্যক্তি মদত দিয়ে আসছিল।
ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ মাগুর মাছ চাষের দায়ে শহিদুল ইসলামকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একইসঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের চাষ পুরোপুরি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া, জব্দকৃত বিপুল পরিমাণ মাছ স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন আলীর মাধ্যমে ৭ দিনের মধ্যে স্থানীয় এতিমখানায় হস্তান্তরের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply