স্টাফ রিপোর্টার
লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়নের মোট ৫৬ জন ইউপি সদস্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) থেকে একযোগে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ৪৪ জন আওয়ামী লীগ সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টি সমর্থিত সদস্য।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এক জরুরি সভায় তারা এই গণপদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। বাকিরা এখনো কোনো রাজনৈতিক দলে যোগ না দিলেও জানিয়েছেন, উপযুক্ত সময় এলে তারা যৌথভাবে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত জানাবেন।
পদত্যাগের কারণ সম্পর্কে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ইউপি সদস্য বলেন, দীর্ঘদিন ধরে দলটির “ভুল রাজনীতি”র সঙ্গে যুক্ত থাকায় তারা হতাশ ছিলেন। নিজেদের ভুল বুঝতে পেরে তারা এখন দলটির রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন।
খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাল মিয়া, মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলীসহ আরও অনেকে বলেন, “আজ থেকে আমরা আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করব না। ভবিষ্যতে যদি ভালো কোনো রাজনৈতিক দল মনে হয়, সেখানে যোগ দেব।”
অন্যদিকে, মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপার সদস্য সাহাবুল হকসহ জাতীয় পার্টি সমর্থিত সদস্যরাও একই কারণে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী প্রধান বক্তাদের মধ্যে ছিলেন, খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাল মিয়া, মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলী, মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপার সদস্য সাহাবুল হক, হারাটি ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহীম মিয়া প্রমুখ।
স্থানীয় রাজনীতিতে একযোগে ৫৬ জন ইউপি সদস্যের এই গণপদত্যাগ সদর উপজেলার রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপই ঠিক করবে এখানকার ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply