উ: দি: ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কে হরভজন সিংয়ের তোপের মুখে পাকিস্তান। হাইব্রিড মডেল মেনে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পালটা শর্ত দিয়েছে। দাবি করেছে, পরবর্তী সময়ে ভারতে অনুষ্ঠিত আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান ক্রিকেট দলের জন্যও হাইব্রিড মডেলের সুবিধা দিতে হবে।
পাকিস্তানের যে দাবি প্রসঙ্গে হরভজনের তোপ, ‘পাকিস্তান যদি ভারতে খেলতে না আসে, আসবে না। আমাদের এতে কিছু যায় আসে না। পিসিবির উচিত ইগো সরিয়ে হাইব্রিড মডেলে রাজি হওয়া। ভারতের কাছে নিরাপত্তা সবসময় বড় ইস্যু। তবে সাম্প্রতিক-অতীতে খুববেশি ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ মেেল না। সেক্ষেত্রে আবু ধাবি কিংবা দুবাইয়ে ম্যাচটা হতেই পারে।’
পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের প্রতি অবশ্য সমব্যথী হরভজন। বলেছেন, ‘পাক সমর্থকদের জন্য খারাপ লাগে। বিরাট কোহলি সহ ভারতীয় তারকাদের খেলা ঘরের মাঠে বসে দেখার সুযোগ থেকে বঞ্চিত। রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যে সম্ভাবনা নেই।’
এদিকে, দ্বিতীয় টেস্টেও কি রবিচন্দ্রন অশ্বীন, রবীন্দ্র জাদেজা রিজার্ভ বেঞ্চে? একমাত্র স্পিনারের পরিকল্পনায় আবারও কি প্রথম একাদশে অগ্রাধিকার পাবেন ওয়াশিংটন সুন্দর?
চলতি যে বিতর্কে তরুণ স্পিনারেই আস্থা রাখছেন চেতেশ্বর পূজারা। গৌতম গম্ভীর, রোহিত শর্মাদের প্রতি পূজারার পরামর্শ, পারথের উইনিং বোলিং কম্বিনেশনই ধরে রাখুক ভারত।
গত দুই অজি সফরের অন্যতম নায়ক পূজারার যুক্তি, পারথ টেস্টে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, সুন্দরকে নিয়ে গড়া বোলিং ব্রিগেড সাফল্য এনে দিয়েছে। তাই অহেতুক বদলের পথে হাঁটা উচিত নয়।
সুন্দরকে নিয়ে পূজারা বলেছেন, ‘প্রথম স্পেলের শুরুটা প্রত্যাশিত হয়নি ওর। তবে পরে মানিয়ে নিয়েছে। দুই উইকেটও পেয়েছে। বলের গতিকে যেভাবে হেরফের করেছে, তা প্রশংসনীয়। পাশাপাশি ওর ব্যাটিং দক্ষতা আমাদের ব্যাটিং লাইনআপের গভীরতা বাড়াবে। শুরুতে কয়েকটা উইকেট হারালে লোয়ার অর্ডারে প্রতিরোধে সুন্দর কিন্তু কার্যকর।’
পেস ব্রিগেডকে নিয়ে উচ্ছ্বসিত পূজারার কথায়, ‘বুমরাহ দুর্দান্ত। লাইন-লেংথে দারুণ সিরাজ। নিয়ন্ত্রণ দেখিয়েছে। অভিষেক টেস্টে প্রভাবিত করেছে হর্ষিতও। বোলিংয়ে শৃঙ্খলা চোখে পড়ার মতো। অস্ট্রেলিয়ায় যা খুব গুরুত্বপূর্ণ। সারাক্ষণ অফস্টাম্প অ্যাটাক করেছে। যা সহজ নয়। আমার মতে দলের উচিত হর্ষিতেও আস্থা রাখা।’
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply